শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ, ট্রাইব্যুনালে নিরাপত্তা

শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ, ট্রাইব্যুনালে নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক : August 03, 2025

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাড়তি নিরাপত্তা ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

রোববার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণ করা হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, এই বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এছাড়া আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে আজ।

Share This