টাকা পাচার করায় কিছু কারখানা বন্ধ হয়েছে, এজন্য আমি দায়ী না : নৌপরিবহণ  উপদেষ্টা

টাকা পাচার করায় কিছু কারখানা বন্ধ হয়েছে, এজন্য আমি দায়ী না : নৌপরিবহণ উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি : August 02, 2025

নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে টাকা পাচার করেছে। ফলে কিছু কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য আমি (সরকার) দায়ী না।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য আমি (সরকার) দায়ী না।

তিনি জানান, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।

তিনি আরও বলেন, এখন শ্রমিক ফেডারেশন বা শ্রমিক সংগঠন যেগুলো আছে এগুলোতে একজন ছিল, তাকে সরিয়ে আরেকজন বসে গেছে। কিন্তু কোনো নির্বাচন হয়নি। শ্রমিক সংগঠনে একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান। যা এর আগে দেখেছেন। আশা করি এই প্র্যাকটিসগুলো থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে। এটি স্টেট লেভেলে হলেই হবে না, প্রতিটি জায়গাতেই হতে হবে।

শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই। আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি।

এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন। তিনি সেখানে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যানসার হচ্ছে। সেখানে খাবার পানিও পাওয়া যায় না।

সম্মেলনের আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফ)। কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব এ এইচ এম শফিকুজ্জামান।

সম্মেলনের সভাপতিত্ব করেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) জনাব ওমর মো. ইমরুল মহসিন। সম্মেলনে গবেষক, শিক্ষাবিদ, শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠান মালিক, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীসহ ২০০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এতে ১১টি রিভিউকৃত গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয় এবং ওএসএইচ খাতের মূল চ্যালেঞ্জসমূহ ও উদ্ভাবনী সমাধান নিয়ে বিশ্লেষণধর্মী প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রফেসর ড. রেহানা খানমসহ শ্রমখাতে সংশ্লিষ্ট অংশীজনবৃন্দ।

Share This