ট্রাফিক দুর্বলতার সুযোগে রাজধানীর প্রধান সড়কগুলোয় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। অদক্ষ চালকের এলোমেলো চলাচল, আইন না মানার প্রবণতা, উল্টোপথে চলা, হুটহাট রিকশা ঘোরানোর কারণে ঘটছে দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে ঢাকা শহরের সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে রাজধানী ঢাকা-মাওয়া সড়কের জুরাইন প্রবেশ পথে ব্যাটারিচালিত অটোরিশা ও প্রধান সড়কে বসা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক ওয়ারী বিভাগের ওয়ারী জোন। এতে রাস্তা থেকে ৪০-৫০ টি দোকান উচ্ছেদ ও ৪ টি ব্যাটারি চালিত অটোরিকশা ডাম্পিং করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের ওয়ারী জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রফিকুল ইসলাম বলেন, প্রধান সড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মূল রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করায় গত কয়েকদিন ধরে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা প্রথমে তাদের প্রধান সড়কে চলাচল না করতে অনুরোধ করছি। কিন্তু তারা আমাদের অনুরোধ না শুনায় ৪ টি অটোরিকশা ডাম্পিং এবং ৪০-৫০ টি দোকান এর বিরুদ্ধে উচ্ছেদ অভিযান করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজাদ রহমান প্রতিবেদক কে বলেন, সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা ট্রাফিক ওয়ারী বিভাগ প্রস্তুত রয়েছি। অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা এবং রাস্তায় হকার উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যহত থাকবে।
অভিযানে অংশ নেন সার্জেন্ট তানজিলা, সার্জেন্ট অন্তরা, সার্জেন্ট তানজীর, টিএসআই ফারুক সহ ট্রাফিক সদস্যরা। ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী।