যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : ব্যারিস্টার ফুয়াদ

যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : ব্যারিস্টার ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক : June 30, 2025

গত ১৬ বছরের শাসনামলে এক ব্যক্তি বা দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত থাকার পরিণতিতেই ফ্যাসিবাদের উত্থান হয়েছে। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব।

রোববার (২৯ জুন) রাজধানীতে আয়োজিত ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, একজন ব্যক্তির হাতে রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত হলে কীভাবে ফ্যাসিবাদ জন্ম নেয়, তা আমরা বিগত দেড় দশকে প্রত্যক্ষ করেছি। যদি এখান থেকে শিক্ষা না নিই, যদি জুলাই বিপ্লবের প্রেরণা স্মরণ না করি, তাহলে ভবিষ্যতেও একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। জনগণকে আবার গণঅভ্যুত্থানের পথে যেতে হবে।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ঐকমত্য কমিশন যে ‘জুলাই সনদ’ তৈরি করছে, তার গতি নির্ভর করছে রাজনৈতিক ঐক্যের গতির ওপর। আমরা স্পষ্ট করে বলেছি, যত তাড়াতাড়ি ঐকমত্য হবে, তত দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন সম্ভব হবে। রাজনৈতিক দলগুলো যত দেরিতে ঐকমত্যে পৌঁছাবে, জুলাই সনদের বাস্তবায়ন ততটাই বিলম্বিত হবে।

এবি পার্টির পক্ষ থেকে সংলাপে আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক।

একক নিয়োগ ক্ষমতা বাতিলের প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে সংলাপে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে একক নিয়োগ ক্ষমতার কারণে বিগত ১৬ বছরে রাষ্ট্রব্যবস্থায় চরম বৈষম্য ও জটিলতা সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশনসহ অন্যান্য সংবিধানিক প্রতিষ্ঠানগুলো এক ব্যক্তি বা দলের কর্তৃত্বে চলে গেছে।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী এনসিসি (ন্যাশনাল কনসালটেটিভ কাউন্সিল) বাতিল করে একটি নিয়োগ কমিটি গঠনের পক্ষে আমরা একমত পোষণ করেছি। এই কমিটিতে যেন কোনো একক ব্যক্তির কর্তৃত্ব না থাকে সেটা আমরা জোর দিয়ে বলেছি। প্রায় সব রাজনৈতিক দলই (২-৩টি বাদে) এই প্রস্তাবের পক্ষে।

Share This