ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষেরা। ফলে সেই পুরনো রুটিন মেনে সকাল থেকেই নিত্যদিনের মানবব্যস্ততায় নগরী পুরোনো রূপে ফিরে এসেছে।
শনিবার (৫ এপ্রিল) সকালে রাজধানীর পথে পথে পূর্বের মত মানুষ এবং যানবাহনের ভিড় বাড়তে দেখা গেছে। কর্মমুখী মানুষ কাঁধে ব্যাগ নিয়ে ছুটে এসেছেন ঢাকার উদ্দেশ্যে। বোঝাই যাচ্ছে মহানগরী ফিরে যাচ্ছে স্বাভাবিক রূপে। যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
শুধুমাত্র কর্মজীবী মানুষেরাই ঢাকায় ফিরছেন এমনটা না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরাও ফিরছেন ঢাকায়। তাদেরও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় হয়ে এসেছে।
টার্মিনালে একের পর এক প্রবেশ করছে দূরপাল্লার বাস, সেখান থেকে নামছেন নারী পুরুষসহ বিভিন্ন বয়সের অনেক যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
যাত্রাবাড়ী বাস স্ট্যান্ডে বরিশাল থেকে আগত ইলিশ পরিবহন থেকে ব্যাগ হাতে নামছিলেন আব্দুল রাজ্জাক নামে এক যাত্রী। তিনি প্রতিবেদক কে বলেন, ঈদের ছুটি শেষ হয়েছে তাই আমার কর্ম জীবন ও শুরু এজন্য ঢাকায় চলে এসেছি।
সায়েদাবাদ বাস টার্মিনালে স্বপরিবারে চট্টগ্রাম থেকে শ্যামলী পরিবহনে আসা রহিম মিয়া জানান, ঈদের এই দীর্ঘ ছুটি পরিবারের সাথে ভাগাভাগি করার পরে এখন ঢাকায় আসার সময় হয়েছে। বাচ্চাদের স্কুল খুব শীঘ্রই খুলবে এবং রবিবার থেকে আমার অফিস চালু হবে।
ঢাকা সিলেটগামী গোল্ডেন লাইন পরিবহনের চালক মোতালেব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে ঢাকায় আসার যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু বিভিন্ন যায়গায় স্টপিজ থাকার কারণে মূল সড়কেই অনেক যাত্রী নেমে যাচ্ছে, কারণ টার্মিনালে প্রবেশ করতে অনেক সময় লাগে যানজট এর কারণে।
অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও যাত্রাবাড়ী থেকে ঢাকা মাওয়া সড়কে যানজট এর চিত্র দেখা গেছে। সায়েদাবাদ টার্মিনাল থেকে দূরপাল্লার বাস গুলো বিভিন্ন জেলায় থাকায় বাস টার্মিনাল অনেকটাই ফাকা।