একযোগে পদোন্নতি পেলেন পুলিশের ১০২ এএসপি

একযোগে পদোন্নতি পেলেন পুলিশের ১০২ এএসপি

নিজস্ব প্রতিবেদক : February 27, 2025

বাংলাদেশ পুলিশের ১০২ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) একযোগে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন, মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদান পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This