নওগাঁর মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি : February 07, 2025

নওগাঁ মহাদেবপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) উপজেলার চান্দা যুব সমাজের উদ্যোগে এই উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব,মাসুদুর রহমান মৃধা(টিক্কা)৷মহাদেবপুর উপজেলা যুবদল ও সাবেক জাহাঙ্গীরপুর সরকারি কলেজের জি,এস৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, আবুল কালাম আজাদ (উজ্জ্বল)সভাপতি যুবদল চেরাগপুর ইউনিয়ন।

এছাড়া ও ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল নাঈম, মেহেদী হাসান,আরো উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ যুগ্ন আহবায়ক জাহাঙ্গিপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল, আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ন আহবায়ক সফাপুর ইউনিয়ন,সাগর, সোহেল,শাপলা, রেজাইল করিম (টিক্কা),জুয়েল,হাফিজ প্রমুখ৷ 

উপজেলা চান্দা আইডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন, এই উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, মান্দা উপজেলা বনাম পত্নীতলা উপজেলা,পত্নীতলা উপজেলাকে দুই গোলে হারিয়ে মান্দা উপজেলা জয়ী হয়েছেন৷

Share This