অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে: পানিসম্পদ উপদেষ্টা

অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে: পানিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : April 17, 2025

অর্থনৈতিক অপরাধে জড়িতদের ব্যাপারে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠন করে করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে বেশ কয়েকটা অধ্যাদেশ রয়েছে। আমরা কতগুলো নীতিগতভাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ।

 

তিনি আরও বলেন, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে, ১৯৭৪ সালের একটা আইন ছিল। সেই আইনের অতিরিক্ত হিসেবে, সম্পূরক হিসেবে অধ্যাদেশ আজকে আমরা অনুমোদন দিয়েছি।

 

পানিসম্পদ উপদেষ্টা বলেন, একটা শিল্পগোষ্ঠী কর্তৃক কয়েকটা ব্যাংকে এককছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। কত টাকা এ দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এই জিনিসটা ভবিষ্যতে যাতে না হতে পারে, সেজন্য কর্পোরেট সেক্টর-ব্যাংক সেক্টরের শৃঙ্খলা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি।

Share This