ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও অভিজ্ঞ কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলাকে দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার জন্য মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শনিবার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এ মনোনয়নের কথা জানানো হয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম।
ভারতের সংবিধানের ৮০(১)(এ) ধারা অনুযায়ী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ জ্ঞান ও অভিজ্ঞতা থাকা ব্যক্তিদের রাজ্যসভায় মনোনয়নের যে বিধান রয়েছে, তার অধীনেই এ মনোনয়ন।
কূটনৈতিক জীবনে শ্রিংলা দীর্ঘ সময় ধরে ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।
এরপরই আসে তার বাংলাদেশের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হর্ষবর্ধন শ্রিংলা। এসময়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়। ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা নেন তিনি।
তবে শ্রিংলার অন্যতম বড় সাফল্য ছিল ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভূমিকা। দীর্ঘদিনের ছিটমহল সমস্যার সমাধান ও সীমান্ত অঞ্চলের মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করতে এ চুক্তি কার্যকর হওয়া দুদেশের সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকে।
ভারত-বাংলাদেশ বাণিজ্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়ার কূটনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শ্রিংলা। রাজ্যসভায় তার অভিজ্ঞতা ভারতীয় পররাষ্ট্রনীতিকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করা হচ্ছে।