বার্লিনে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

বার্লিনে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : April 21, 2025

আগামী মাসে জার্মানির বার্লিনে বসছে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলন। ওই সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

রোববার (২০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাতে এলে সম্মেলনে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ব্যতিক্রমী অবদান নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষায় সহায়তা, বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন বজায় রাখার জন্য বাংলাদেশের অটল নিষ্ঠা এবং প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

 

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের অসামান্য অবদানের প্রশংসা করে মার্কিন সরকার বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে শান্তিরক্ষায় বাংলাদেশের গতিশীল ভূমিকার উপর জোর দেয়। উপদেষ্টা বার্লিনে চলতি বছর জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তার অংশগ্রহণ করার কথা জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেলকে জানান।

 

প্রসঙ্গত, আগামী ১৩-১৪ মে বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে।

Share This