এবারের বিপিএল শুরু হওয়ার আগে ঘোষণা দেওয়া হয়েছিল ইতিহাসের সেরা জাঁকজমকপূর্ণ বিপিএল অনুষ্ঠিত হবে। কিন্তু বিপিএল যতই মাঠে গড়িয়েছে ততই দেখা দিয়েছে নানা অনিয়ম অসংগতি। প্রশ্ন উঠেছে বিপিএল ব্যবস্থাপনা নিয়েও। নানা নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে এবারের বিপিএল দলের মালিক ও খেলোয়ারদের মধ্যে। রংপুর রাইডার্স ও রাজশাহী মধ্যকার খেলায় দুর্বার রাজশাহী দলে কোন বিদেশে খেলোয়াড় ছিলনা। পারিশ্রমিক না পাওয়ায় বিদেশি খেলোয়াড় মাঠে নামেননি। যদিও বিপিএলের নিয়ম ছিল একটা দলে চারজন বিদেশি খেলোয়াড় খেলবে অন্তত দুইজন বিদেশে খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হবে। কিন্তু সেসবকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজশাহী দেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামেন।
একটি অনলাইন নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমের বরাতে জানা গিয়েছে, বিদেশি খেলোয়াড় ছাড়াই কীভাবে খেলতে নামলো রাজশাহী? এমন প্রশ্নের জবাবে বিপিএলের টেকনিক্যাল কমিটি প্রধান রকিবুল হাসান জানান কোনো দলের আবেদনের প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার ছাড়াও দল নামানো যেতে পারে। এছাড়া রংপুরের বিপক্ষে বিদেশি খেলোয়ার ছাড়া খেলার অনুমতি চেয়েছিল রাজশাহী। সে অনুমতি বিশেষ বিবেচনার সাথে গ্রহণ করা হয়েছে।
চলতি আসরের বিপিএলে পারিশ্রমিক নিয়ে খেলোয়াড়রা সন্তুষ্ট নয়। মালিক পক্ষ ও খেলোয়ারদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। চিটাগাং কিংসের পারভেজ ইমন তিনি এখনো পর্যন্ত কোন পারিশ্রমিক পাননি। ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক পেয়েছিলেন তিনি, তবে পরপর দুই দিন ব্যাংকে গিয়ে শূন্য হাতে ফিরে এসেছেন। দুই দফা চেক বাউন্স করায় হতাশ পারভেজ ইমন। এসব নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন চিটাগাং কিংস এর মালিক সামীর কাদের চৌধুরী। পারভেজ ইমন পারিশ্রমিক পায়নি সেটি তিনি স্বীকার করেছেন। অবশ্য পারিশ্রমিক না পাওয়ায় দল থেকে পারভেজ ইমন চলে গিয়েছেন এবং বিসিবিকে মৌখিক অভিযোগও জানিয়েছেন।
রংপুর রাইডার্সের একজন ক্রিকেট সমর্থক সময় সংবাদকে বলেন, এবারের বিপিএল প্রথম দিন থেকেই প্রশ্নবিদ্ধ। ক্রিকেট ভক্তদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঝামেলা তৈরি হয়েছিল। এছাড়া অনলাইনের টিকিট কালোবাজারিদের হাতে। এসব দায় এড়াতে পারে না বিসিবি। প্রতিবছর বিপিএলের পারিশ্রমিক নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। যার ফলে খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েন। এসব বিষয় নিয়ে বিসিবি কে আরো সতর্ক থাকতে হবে।