জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : July 31, 2025

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে  অবরোধ শুরু করেন তারা।

এ সময় তারা, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানান স্লোগান দেন।

দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলতেই থাকবে বলে জানান মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। তিনি বলেন, আমরা রাষ্ট্রের সঙ্গে বারবার আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্র বারবার আমাদের সঙ্গে টালবাহানা করেছে। এখন আমাদের কোনো প্রতিশ্রুতি দিয়েও কাজ হবে না, সমস্ত প্রতিশ্রুতির বাইরে গিয়ে আমাদের জুলাই সনদ আর ঘোষণাপত্র দিতে হবে। নাহলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাবো।

নাজির আহমেদ খান নামে আহত এক আন্দোলনকারী বলেন, উপদেষ্টামণ্ডলীকে বলে দিতে চাই, আমরা রক্ত দিয়েছি। আমরা আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচার হটাতে জীবন দিয়েছেন তারা জাতির সূর্যসন্তান। আমাদের মৃত্যুর ভয় দেখাবেন না। গুম, হত্যার ভয় দেখিয়ে লাভ নেই। সতেরটা বছর সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই জাতির সূর্যসন্তানরা যখন রাস্তায় নেমে এসেছে তখন হাসিনা এক মাসের মাথায় পালাতে বাধ্য হয়েছে।

দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দুটি দাবির জন্য এখানে এসেছি। জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই দুই দাবি না মানলে আমরা রাজপথ ছাড়বো না।

মো. বাবু ইসলাম নামে অন্য একজন আন্দোলনকারী বলেন, আমাদের জুলাইযোদ্ধার কার্ড দেওয়া হয়েছে। আমরা জুলাইযোদ্ধার কার্ড দিয়ে কী করবো? আমাদের আহত ভাইয়েরা হাসপাতালে গেলে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। স্বাস্থ্যকার্ড দিয়ে আমাদের মুলা ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই, আমাদের জুলাই সনদ দেওয়া হোক। নাহলে পরে কোনো সরকার আসলে, তারা আমাদের বিরুদ্ধে যে কোনো মামলা-হামলা করতে পারে। আমরা সেই ঝামেলায় পড়তে চাই না। আমাদের জুলাই সনদ দিলে আমরা রাজপথ ছেড়ে দেবো।

 

Share This