মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার

মোহাম্মদপুরে সেনা অভিযানে ২ জলদস্যু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : June 22, 2025

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে জলদস্যু সাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

রোববার (২২ জুন) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প কুখ্যাত অপরাধী সাহাবুদ্দিন সাবু ওরফে জলদস্যু সাবু (৫০) ও তার সহযোগী বেলালকে (৩০) মোহাম্মদপুর থানাধীন কেরানীগঞ্জ এলাকার সিলিকন সিটি থেকে গ্রেফতার করেছে।

জলদস্যু সাবু হত্যা, চাঁদাবাজি, জমি দখল এবং ডাকাতি সংক্রান্ত অপরাধে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর, সাভার এবং আশুলিয়া থানায় ২০টির অধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানান তিনি।

ওই সেনা কর্মকর্তা বলেন, সম্প্রতি তিনি (সাবু) ২০২৪ সালের নভেম্বর মাসে মোহাম্মদপুর এলাকায় একজনকে কুপিয়ে হত্যা করেন। তার সহযোগী বেলালও ৯টি মামলার এজাহারভুক্ত আসামি।

মোহাম্মদপুর সেনাবাহিনীর এই দায়িত্বশীল কর্মকর্তা জানান, উভয় আসামিকে আদালতে উপস্থাপনসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জলদস্যু সাবু প্রথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন যা যাচাই বাছাই করে পরবর্তীতে বিভিন্ন অপারেশন পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর নেতৃত্বে এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

Share This