লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১২৩ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১২৩ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক : June 19, 2025

অবৈধ পথে গিয়ে লিবিয়ায় আটকেপড়া ১২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড ০২২২) বিশেষ ফ্লাইটে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ডিটেনশন সেন্টার থেকে তারা ঢাকা পৌঁছান।

প্রত্যাবাসন করা এসব বাংলাদেশি নাগরিককে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, এসব বাংলাদেশির বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায় এ বিষয়ে তাদের সচেতন হওয়ার আহ্বান জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা।

এর আগে গত গত মঙ্গলবার লিবিয়ায় আটকেপড়া ১৫৮ জন বাংলাদেশি দেশে ফেরেন।

Share This