‘ঢাকার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট’

‘ঢাকার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট’

নিজস্ব প্রতিবেদক : June 06, 2025

ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় এবার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকার নিরাপত্তা নিয়ে আমি ১০০ ভাগ কনফিডেন্ট। ঈদকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।’

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঈদের ৫০০ পেট্রোল টিম কাজ করবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।’

ঈদ জামাতের প্রস্তুতি তিনি বলেন, ‘প্রতি বছর যেভাবে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এবারও সেভাবে হবে, ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না। আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু আল্লাহর কাছে দোয়া করবো, যেন বৃষ্টি না হয়। যদি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।’

Share This